ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

শেয়ারবাজারে টানা পতন : ব্যর্থতার দায়ে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

২০২৪ এপ্রিল ২৩ ১৪:২২:০৩
শেয়ারবাজারে টানা পতন : ব্যর্থতার দায়ে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ঈদের পরে টানা ৫ কার্যদিবস শেয়ারবাজারে পতন হয়েছে। এতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমে ২১০ পয়েন্ট। এর আগেও কমেছে শেয়ারবাজারের মূল্যসূচক। যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে এই বিক্ষোভ করা হয়।

ঈদের পরে ৫ কার্যদিবসে ২১০ পয়েন্ট পতনের মাধ্যমে ডিএসইর সূচকটি ৫৬৫৪ পয়েন্টে নেমে যায়। যা ছিল বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এরপরে সোমবার ২১ পয়েন্ট বাড়লেও মঙ্গলবার আরও বেশি কমে গেছে।

বাজারের এমন পরিস্থিতিতে বিক্ষোভ-মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। এ সময় তাঁরা শেয়ারবাজারের দরপতনের প্রতিবাদে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটির অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ডিএসইর চেয়ারম্যানসহ শেয়ারবাজার–সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ারবাজারের এই পরিস্থিতিতে বিএসইসি চেয়ারম্যান ব্যর্থ হয়েছেন বলে দাবি। যে কারনে তাকে পূণ:নিয়োগ না করানোর দাবি করা হয় বিক্ষোভে। না হলে আগামিতে শেয়ারবাজার আরও তলানিতে নামবে বলে তাদের শঙ্কা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে