ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অতিরিক্ত গ্রাহক চাহিদা মেটাতে ৫৮ রুম বাড়াচ্ছে বেস্ট হোল্ডিংস

২০২৪ এপ্রিল ৩০ ০৯:৫৬:২৪
অতিরিক্ত গ্রাহক চাহিদা মেটাতে ৫৮ রুম বাড়াচ্ছে বেস্ট হোল্ডিংস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংসের চাহিদা বেড়েছে। যা হোটেলটির বর্তমান রুম দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হোটেলটির আরও ৫৮টি রুম যোগ বা নির্মাণ করা হবে। এরইমধ্যে হোটেলটির চাহিদা বৃদ্ধিতে চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) ব্যবসায় ১৫ শতাংশ মুনাফা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গ্রাহক চাহিদা মেটাতে ২ মে ৫৮টি রুম নির্মাণে কাজ শুরু করা হবে। যা আগামি ৬ মাসের মধ্যে ঢাকার লা মেরিডিয়ানে প্রস্তুত করা হবে।

এ কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৯ টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৮৬ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.১৩ টাকা বা ১৫ শতাংশ।

কোম্পানিটির গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৪৪ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে