ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বিনিয়োগকারীরা হারালো ৮ হাজার কোটি টাকা

২০২৪ মে ১৮ ১২:১৯:৪১
বিনিয়োগকারীরা হারালো ৮ হাজার কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার গত সপ্তাহে (১২-১৬ মে) বড় পতনে হয়েছে। যাতে করে গত সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ৮ হাজার কোটি টাকার বেশি।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ২৬ কোটি টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১ হাজার ৮২৫ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ২০১ কোটি টাকার।

তবে গত সপ্তাহে ১টি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হওয়ার কারনে বাজার মূলধন যোগ হয়েছে ৩ হাজার ২ কোটি টাকা। এতে করে ওই ১টি বন্ডকে হিসাব থেকে বাদ দিলে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা গত সপ্তাহে প্রকৃতপক্ষে হারিয়েছে বা তাদের বিনিয়োগ কমেছে ৮ হাজার ২০৩ কোটি টাকার।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৮২১ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৮০২ কোটি ৭৩ লাখ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৮১ কোটি ৩১ লাখ টাকার বা ২০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৪ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৫১৭ পয়েন্টে। যা গত ৩ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। গত সপ্তাহে অপর সূচকগুলোর মধ্যে ডিএসই ৪১ পয়েন্ট বা ২.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯৭৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৫ টির বা ২১.৬৮ শতাংশের, কমেছে ২৯০ টির বা ৭৩.৯৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির বা ৪.৩৪ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২১৩ কোটি ৩০ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৫ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬০০৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬ টির দর বেড়েছে, ২৩৬ টির দর কমেছে এবং ২৪ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে