ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

রূপালী ইন্স্যুরেন্সও গিলে খাচ্ছে গোলাম কুদ্দুস পরিবার

২০২৪ মে ২৬ ০৯:৪৮:৩৬
রূপালী ইন্স্যুরেন্সও গিলে খাচ্ছে গোলাম কুদ্দুস পরিবার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে কারসাজির আরেক সিন্ডিকেট মোস্তফা গোলাম কুদ্দুস ও তার পরিবারের সদস্যরা। যারা এরইমধ্যে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন শেষে ধংস করে ফেলেছে ড্রাগণ সোয়েটারকে। যারা এরপরে সোনালি লাইফ ইন্স্যুরেন্সকে শেয়ারবাজারে এনে শেষ করে ফেলেছে। যাদের নিয়ন্ত্রণে থাকা রূপালী ইন্স্যুরেন্সও এখন গিলে খাওয়ার প্রক্রিয়ায়।

কয়েকটি পরিবার গিলে খাচ্ছে শেয়ারবাজারকে। যারা নিজেদের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করে বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এদেরই একটি গোলাম কুদ্দস পরিবার। যারা বিনিয়োগকারীদের টাকা আত্মসাতে এমন কোন খারাপ কাজ নেই, যা করেনি।

ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস ও সোনালি লাইফ ইন্স্যুরেন্সের পরে রূপালী ইন্স্যুরেন্সেও নানা অপকর্ম উঠে এসেছে। যা কোম্পানিটির ২০২৩ সালের নিরীক্ষা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তবে এতে খুবই সামান্য অনিয়ম উঠে এসেছে। তবে সোনালি লাইফের ন্যায় বিশেষ নিরীক্ষা করালে, উঠে আসবে ভয়াবহ দূর্ণীতি।

নিরীক্ষক জানিয়েছেন, বীমা কোম্পানিটি থেকে রয়েল ডেনিমের ৫ লাখ শেয়ার কিনতে ৫০ লাখ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। যা দীর্ঘদিন ধরে আর্থিক হিসাবে একইভাবে দেখানো হচ্ছে। কিন্তু শেয়ার পাওয়া যাচ্ছে না এবং টাকাও আদায় হচ্ছে না।

আরও পড়ুন.....

ঋণকে নগদ জমা দেখিয়ে সোনালি লাইফের পরিচালকদের নামে শেয়ার ইস্যু

স্টারলিংক স্টক অ্যান্ড সিকিউরিটিজের পোর্টফোলিও অনুযায়ি, রূপালী ইন্স্যুরেন্সের ৩৭৯২ টাকা ইতিবাচক রয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ব্যালেন্স শীটে ৩৬ লাখ ৩২ হাজার ৮২৫ টাকা দায় দেখিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

বীমা কোম্পানিটিতে ১ কোটি ৮২ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে। কিন্তু এ সংক্রান্ত ব্যাংক হিসাবে টাকা রয়েছে মাত্র ৬৮ লাখ টাকা। যেখানে ঘাটতি ১ কোটি ১৪ লাখ টাকা।

নিরীক্ষক জানিয়েছে, রূপালী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ নির্ধারিত সীমার থেকে ৭৫ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে। যে কোম্পানিটিতে সরকারি সিকিউরিটিজে নির্ধারিত সীমার থেকে কম বিনিয়োগ করে আইডিআরএ’র ২০১৯ সালে জারিকৃত এসআরও লঙ্ঘন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রূপালী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭৬ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে ৫৩.৫৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির শনিবার (২৫ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৪.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে