ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ফেডারেল ইন্স্যুরেন্সে ১২ কোটি টাকার ভূয়া সম্পদ : আয়কর নিয়েও আছে ভুল তথ্য

২০২৪ মে ২৮ ০৯:০৭:৪৬
ফেডারেল ইন্স্যুরেন্সে ১২ কোটি টাকার ভূয়া সম্পদ : আয়কর নিয়েও আছে ভুল তথ্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্সে প্রায় ১২ কোটি টাকার ভূয়া সম্পদ খুঁজে পেয়েছে নিরীক্ষক। এছাড়া কোম্পানিটির আয়কর নিয়ে বড় ভুল তথ্য রয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, ফেডারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আর্থিক হিসাবে আয়কর সঞ্চিতি হিসেবে ২৭ কোটি ৬৬ লাখ টাকা এবং অগ্রিম আয়কর প্রদান হিসেবে ৪ কোটি ১৫ লাখ টাকা দেখিয়েছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ কোন একটি অর্থবছরের আয়কর অ্যাসেসমেন্ট কপি নিরীক্ষককে দেখাতে পারেনি। যাতে রাজস্ব বোর্ড আরও বেশি আয়কর দাবি করেছে কিনা, বা আয়কর সঞ্চিতি আরও বেশি করা দরকার কিনা, তা নিরীক্ষক নিশ্চিত হতে পারেননি। এছাড়া প্রদত্ত অগ্রিম আয়কর সমন্বয় বা ফেরতযোগ্য কিনা, তা নিশ্চিত হতে পারেনি। ফলে আয়কর নিয়ে বড় ভুল তথ্য থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে নিরীক্ষক।

আরও পড়ুন......

রূপালি ইন্স্যুরেন্সও গিলে খাচ্ছে গোলাম কুদ্দুস পরিবার

এজেন্টদের কাছে কোম্পানিটির ১১ কোটি ৭৮ লাখ টাকা রয়েছে। যা আর্থিক হিসাবে ‘এজেন্ট ব্যালেন্স’ হিসাবে সম্পদ দেখানো হয়েছে। এমনটি দীর্ঘ কয়েক বছর ধরে দেখিয়ে আসছে ফেডারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ। যা আদায় হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে সম্পদ বেশি দেখাচ্ছে বলে জানিয়েছেন নিরীক্ষক। যে সম্পদ হিসাব থেকে বাদ দেওয়া উচিত।

এই বীমা কোম্পানিটিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) ২ কোটি ৫১ লাখ টাকা রয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ি বিতরন করছে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফেডারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৭১ কোটি ৪ লাখ টাকা। এরমধ্যে ৬১.৭৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) হাতে। কোম্পানিটির সোমবার (২৭ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে