ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ফনিক্স ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

২০২৪ জুন ০৪ ০৯:২১:০০
ফনিক্স ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে ৮০ লাখ টাকা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ব্যয় বেশি করেছে। কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, ফনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আইডিআরএর এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমা অনুযায়ি, ম্যানেজমেন্ট ব্যয় ২২ কোটি ৩৩ লাখ টাকা করতে পারত। কিন্তু তারা করেছে ২৩ কোটি ১৩ লাখ টাকা। যা বেধেঁ দেওয়া সীমার থেকে ৮০ লাখ টাকা অতিরিক্ত।

এদিকে কোম্পানিটিতে ৫ কোটি ৯১ লাখ টাকার গ্র্যাচ্যুইটি সঞ্চিতি কম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফনিক্স ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি ৩৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৮৩ শতাংশ। কোম্পানিটির সোমবার (০৩ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৩০.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে