ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন করমুক্ত

২০২৪ জুন ০৬ ১৬:৪৩:৩৬
৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন করমুক্ত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ক্যাপিটাল গেইনে ট্যাক্স আরোপ নিয়ে অনেকদিন ধরেই অস্থির রয়েছে শেয়ারবাজার। এতে করে প্রায় প্রতিদিন সূচক এবং লেনদেনে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। অবশেষে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনে (মূলধনি মুনাফা) ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে।

শেয়ারবাজারে এই ক্যাপিটাল গেইনে (মূলধনি মুনাফা) ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়ে চরম অস্থির রয়েছে। এ কারণে দুইমাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৬০০ পয়েন্ট কমেছে। লেনদেনের হার ৬০০ কোটি টাকা থেকে ৩০০ কোটিতে নেমেছে। এরমধ্যেই ২০২৪-২৫ অর্থবছরের অর্থ বিলে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিতে হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে