ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে টানা চতুর্থদিন পতন

২০২৩ জুলাই ২৫ ১৭:২৭:৪০
শেয়ারবাজারে টানা চতুর্থদিন পতন

দেশের শেয়ারবাজারে আগের ৩ কার্যদিবসের ন্যায় মঙ্গলবারও (২৫ জুলাই) মূল্যসূচক কমেছে। একইসঙ্গে কমেছে বেশি সংখ্যক কোম্পানির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৩১ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার ১ পয়েন্ট, রবিবার ২৪ পয়েন্ট ও সোমবার ৫ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৬৬০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ২৭ কোটি ৪৬ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৯টি বা ১৩.৬৯ শতাংশের। আর দর কমেছে ১২১টি বা ৩৩.৮০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৮টি বা ৫২.৫১ শতাংশের।

মঙ্গলবার ডিএসইতে সী পার্লের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে নামা ফু-ওয়াং ফুডের ২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৬৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে আরডি ফুড।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭১০ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে