ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

মোস্তফা মেটালে অনিয়ম

২০২৪ জুলাই ০১ ০৯:২৮:১৫
মোস্তফা মেটালে অনিয়ম

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজে অবন্টিত লভ্যাংশ ও শ্রম আইন নিয়ে অনিয়ম খুঁজে পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ আর্থিক হিসাব নিরীক্ষায় এমনটি পেয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, বিএসইসির নির্দেশনা অনুসারে মোস্তফা মেটাল কর্তৃপক্ষ আর্থিক হিসাবে অবন্টিত লভ্যাংশের বিস্তারিত তথ্য তুলে ধরেনি।

এদিকে শ্রম আইনকে তোয়াক্কা করছে না মোস্তফা মেটাল কর্তৃপক্ষ। কোম্পানিটিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) প্রায় ৬২ লাখ টাকা থাকলেও তা বিতরন করেনি। বরং কোম্পানির ব্যবসায়িক কাজে লাগিয়েছে। তবে ওই কাজে লাগানোর জন্য কোন সুদ দেয়নি।

অথচ ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু মোস্তফা মেটাল কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মোস্তফা মেটালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৮ কোটি ৮৬ লাখ টাকা। এরমধ্যে ৬৮.৮৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির রবিবার (৩০ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে