ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

একদিনের উত্থানেই বিনিয়োগকারীরা ফিরে পেল ৯ হাজার কোটি টাকা

২০২৪ জুলাই ০৪ ১৪:৫৯:১৫
একদিনের উত্থানেই বিনিয়োগকারীরা ফিরে পেল ৯ হাজার কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সরকারি কর্মকর্তারা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে, এমন বিধান করতে যাচ্ছে সরকার। যে খবরে বৃহস্পতিবার (০৪ জুলাই) দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। যাতে করে একদিনেই বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ৯ হাজার ১৯৯ কোটি টাকা।

অনেকদিন শেয়ারবাজার মন্দার মধ্যে ছিল। তবে গত কয়েকদিন ধরে কিছুটা উত্থানের মধ্য দিয়ে যাচ্ছিল। যা বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরাতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার বিনিয়োগকারীদের স্বস্তিদায়ক উত্থান হয়েছে।

এদিন সরকারি কর্মকর্তাদের শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দিয়ে আইন আসছে, এমন খবরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২৪ পয়েন্ট বেড়েছে। এতে করে বাজার মূলধন বা সিকিউরিটিজের দাম বেড়েছে ৯ হাজার ১৯৯ কোটি টাকার। অর্থাৎ বিনিয়োগকারীদের ওই সমপরিমাণ পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে।

জানা গেছে, বুধবার লেনদেন শেষে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬১ হাজার ৮৬৪ কোটি টাকা। যা আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭১ হাজার ৬৩ কোটি টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বেড়েছে ৯ হাজার ১৯৯ কোটি টাকা বা ১.৩৯ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে