ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

শেয়ার ইস্যুর অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করবে লীগ্যাছি

২০২৪ জুলাই ২৮ ১০:৪৮:৫৩
শেয়ার ইস্যুর অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করবে লীগ্যাছি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ব্যবসায় দুরাবস্থায় থাকা লীগ্যাছি ফুটওয়্যারকে বিতর্কিতভাবে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন সেই কোম্পানি শেয়ার ইস্যুবাবদ সংগৃহিত অর্থের একটি অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করবে। এ হিসেবে এই অর্থের বিপরীতে কোম্পানিটির শেয়ার ইস্যুর প্রয়োজনীয়তা ছিল না।

শেয়ারবাজারে উৎপাদনী কোম্পানিগুলোর কাজ পণ্য উৎপাদন ও বিক্রি করা। এ করতে গিয়ে অর্থের প্রয়োজনে কোম্পানিগুলোর বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে থাকে। এরমধ্যে রয়েছে শেয়ার ইস্যু ও ঋণ। কিন্তু কোন উৎপাদনী কোম্পানিকে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া বিরল ঘটনা। কারন এটি শেয়ারবাজারের আদর্শের সঙ্গে যায় না।

বিএসইসির অনুমোদন সাপেক্ষে গত বছরের ১২ সেপ্টেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত লীগ্যাছি ফুটওয়্যার থেকে প্রতিটি ১০ টাকা মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করা হয় বলে জানানো হয়। যা বিদ্যমান ৩জন উদ্যোক্তা ও পরিচালক এবং অন্যান্য ১৪ জনের কাছে ইস্যু করা হয়।

এখন কোম্পানিটিকে সেই অর্থ উত্তোলনের মধ্য থেকে ৫ কোটি টাকা শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগের সম্মতি দিয়েছে বিএসইসি। যে অর্থ ডিএসইর-৩০ সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে।

লীগ্যাছি ফুটওয়্যারের ৩ কোটি শেয়ার ইস্যু করা হয়- এনএএসসিএফএস ইক্যুইটি ৮১ লাখ ৫০ হাজার, টিএস ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ২২ লাখ ৫০ হাজার, আহমেদ ফারাবি চৌধুরী ২০ লাখ, লামিম এন্টারপ্রাইজ ১৯ লাখ ২৪ হাজার,রিভারস্টোন ১৯ লাখ ২৪ হাজার, হায়াত ট্রেড ইন্টারন্যাশনাল ১৭ লাখ ৫০ হাজার, হাবিব এন্টারপ্রাইজ ১৭ লাখ ৫০ হাজার, এসএএম ইক্যুইটিজ ১৭ লাখ ২৫ হাজার, এনএসআরএ ইক্যুইটিজ ১৭ লাখ ২৫ হাজার, এমকে ফুটওয়্যার ১৭ লাখ ২৫ হাজার, শিরিন্তা শাবিন চৌধুরী ৯ লাখ ৫০ হাজার, কাজী রাফি আহমেদ ৮ লাখ ৯৯ হাজার ৪৬২টি, নিরোদ বড়ুয়া ৮ লাখ ৮০ হাজার, আমিনুল হক ৮ লাখ ৪০ হাজার, সী পার্ল ৫ লাখ ৫০ হাজার, কাজী আজিজ আহমেদ ৫ লাখ ৩৩ হাজারস ও কাজী নাফিজ আহমেদ ৪ লাখ ২৯ হাজার ৫৩৮টি শেয়ার কিনেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে