ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

শেয়ার বিক্রি করে হাতিয়ে নিতে চায় হাজার হাজার কোটি টাকা

শেয়ারে আকৃষ্ট করতে মুনাফায় ধস সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বৃদ্ধি

২০২৩ সেপ্টেম্বর ১০ ০৯:৩৮:৫১
শেয়ারে আকৃষ্ট করতে মুনাফায় ধস সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বৃদ্ধি

অনেক দিন ধরেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ তাদের হাতে থাকা শেয়ার উচ্চ দরে বিক্রির চেষ্টা করছেন। এজন্য বিভিন্ন জায়গায় যোগাযোগও করেছেন। যারা বাজার দরের থেকে কিছুটা ছাড় দিয়েও শেয়ার বিক্রি করতে চান। কিন্তু এতে করেও কোনো ক্রেতা পাওয়া যায়নি। কারন শেয়ারটি যোগ্যতার তুলনায় অনেক উচুঁতে অবস্থান করছে। যে শেয়ারটিতে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মুনাফায় ধস সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের থেকে বেশি হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০২১ সালে পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ শেয়ার উদ্যোক্তা/পরিচালকদের বাহিরে সাধারন বিনিয়োগকারীদের কাছে ধারনের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, বার্জার পেইন্টস বাংলাদেশ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর উদ্যোক্তা/পরিচালকদেরকে ১০ শতাংশ শেয়ার অফলোডের নির্দেশ দেয়। বিএসইসির ওই নির্দেশনা ছাড়াই শেয়ার বিক্রি করে ওয়ালটন কর্তৃপক্ষের শেয়ারবাজার থেকে টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্য ছিল শুরু থেকে। এলক্ষ্যে তারপর থেকেই চেষ্টা করে আসছে ওয়ালটন কর্তৃপক্ষ। যে কোম্পানিটির কাট-অফ প্রাইস অতিমূল্যায়িত করা হয়েছিল ইস্যু ম্যানেজারের প্রত্যক্ষ কারসাজিতে।

আরও পড়ুন......

বানকো ফাইন্যান্সকে রেকর্ড জরিমানা : একই অপরাধের অ্যাগ্রো অর্গানিকাকে পুরুস্কৃত

বিএসইসির নির্দেশনা অনুযায়ি, ওইসময় ওয়ালটন হাইটেকের উদ্যোক্তা/পরিচালকদেরকে তাদের ধারনকৃত শেয়ারের ৯.০৩% শেয়ার বিক্রি করার দরকার পড়ে। সে হিসেবেওয়ালটনের ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ারের মধ্যে ২ কোটি ৭৪ লাখ ৬৪ হাজার ৪৯১টি শেয়ার অফলোড করতে হবে। যার বর্তমান বাজার দর ২ হাজার ৮৭৭ কোটি ৪৫ লাখ টাকা।

এই বিশাল অর্থ তুলে নিতে ওয়ালটন কর্তৃপক্ষ বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে। কিন্তু কোম্পানিটির শেয়ারে কোন ক্রেতা নেই। গত বছরের ৩১ আগস্ট থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন এক প্রকার বন্ধ রয়েছে। ওইসময় থেকে অবস্থান করছে ফ্লোর প্রাইসে (দর কমার সর্বনিম্ন সীমা)। এই ফ্লোর প্রাইস না থাকলে শেয়ারটি আরও আগেই অনেক কমে যেতে পারতো।

এই অবস্থায় শেয়ারটিতে বিনিয়োগকারীদের আগ্রহ তৈরী করতে নতুন কৌশল হাতে নিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ। কোম্পিানিটির আগের বছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে মুনাফায় ধস নামা সত্ত্বেও সাধারন শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের ২৫০% থেকে বাড়িয়ে ৩০০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আর উদ্যোক্তা/পরিচালকেরা আগের বছরের ১৫০% থেকে কমিয়ে নেবে ৯০%।

প্রাপ্ত তথ্য অনুযায়ি, ওয়ালটন থেকে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৩০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তবে উদ্যোক্তা/পরিচালকদের জন্য ৯০ শতাংশ হারে শেয়ারপ্রতি ৯ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন....

শেয়ারবাজারে আসার আগে ২৭ লাখ টাকার কোম্পানি হয়ে গেল ৩৮ কোটি

এতে করে সাধারন শেয়ারহোল্ডারদের ৯ কোটি ১৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর উদ্যোক্তা/পরিচালকেরা নেবেন ২৬৯ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ। এ হিসেবে ওয়ালটন থেকে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মোট ২৭৯ কোটি ৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এর আগের বছর ওয়ালটন থেকে সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ২৫ টাকা করে মোট ৭ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়। আর উদ্যোক্তা/পরিচালকেরা ১৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১৫ টাকা করে মোট ৪৫০ কোটি টাকার নগদ লভ্যাংশ নেন।

এ কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২৫.৮৪ টাকা হিসেবে ৭৮২ কোটি ৭৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২৭৯ কোটি ৬ লাখ টাকার বা ৩৫.৬৫% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ৫০৩ কোটি ৭১ লাখ টাকা বা ৬৪.৩৫% রিজার্ভে যোগ হবে।

আরও পড়ুন...

প্লেসমেন্ট বিক্রির জন্য উদ্দেশ্য শুধু তালিকাভুক্তি : এরইমধ্যে অবৈধভাবে অনেক টাকা ব্যয়

এর আগে ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৪০.১৬ টাকা হিসেবে ১ হাজার ২১৬ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। এরমধ্যে থেকে ৪৫৭ কোটি ৩২ লাখ টাকার বা ৩৭.৫৯% নগদ লভ্যাংশ বিতরন করা হয়। বাকি ৭৫৯ কোটি ২৪ লাখ টাকা বা ৬২.৪১% রিজার্ভে যোগ হয়।

ওয়ালটনের মুনাফায় এই ধসের কারন হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ বিশ্ববাজার অস্থিতিশীল ও বৈদেশিক মুদ্রার উচ্চ দর বৃদ্ধিকে কারন হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৬০ টাকা বা ১.০১ শতাংশ। কোম্পানিটির শনিবার (০৯ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১০৪৭.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে