ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে স্বস্তির উত্থান

২০২৪ আগস্ট ২২ ১৪:৫৮:৫৪
শেয়ারবাজারে স্বস্তির উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন টানা পতনের পর অবশেষে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২২ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে উত্থানের দেখা মিলল। একইসঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭০০ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১০৮ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৭৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩৬ কোটি ৮৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪১ কোটি ৭২ লাখ টাকার বা ৪৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫১ টি বা ৩৮.৩২ শতাংশের। আর দর কমেছে ২১০টি বা ৫৩.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৩ টি বা ৮.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১১০ টির এবং পরিবর্তন হয়নি ১৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৪ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৬৩৯৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে