ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৫:০৫:৫৪
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। তবে লেনদের পরিমাণ বেড়েছে।এদিন বেশিরভাগ কোম্পিানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭২৯ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৪৭ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৩ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮১ কোটি ৪৪ লাখ টাকার বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮ টি বা ২৪.৮১ শতাংশের। আর দর কমেছে ২৫০টি বা ৬৩.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৭ টি বা ১১.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪ টির, কমেছে ১২৬ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৩৭৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে