ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৬:২৬:৫২
শেয়ারবাজারে পতন

সপ্তাহের শেষ কার্যদিবস (১৪ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও কমেছে। তবে অপর শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩০২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৬২ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৫৪ লাখ টাকার বা ৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮টি বা ১৮.১৮ শতাংশের। আর দর কমেছে ৯৭টি বা ৩০.৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৪টি বা ৫১.৪১ শতাংশের।

বিগত কয়েক দিনের ন্যায় বৃহস্পতিবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৪৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৯টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬২৭ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে