ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

টানা ৬ কার্যদিবস পতন

বিএসইসির নেতৃত্বে পরিবর্তনের পরে সূচক কমেছে ২৭৪ পয়েন্ট

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৫:২৭:১৯
বিএসইসির নেতৃত্বে পরিবর্তনের পরে সূচক কমেছে ২৭৪ পয়েন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সরকারের পতনের পরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। তারপরেও আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের মাঝে। এতে করে বাজার পতন হচ্ছে। যাতে গত ১৮ আগস্ট কমিশনের পরিবর্তনের পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমেছে ২৭৪ পয়েন্ট।

গত ৫ আগস্ট সরকার পতনের পরে ১০ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। এরপরে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান এবং ২৮ আগস্ট মো. আলী আকবরকে ও ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের মধ্য দিয়ে শেয়ারবাজারে ভালো হবে প্রত্যাশা করা হলেও তা হয়নি। উল্টা নতুন কমিশনের নিয়োগের দিন থেকে আজকে পর্যন্ত ডিএসইর ডিএসইএক্স কমেছে ২৭৪ পয়েন্ট।

যে সূচকটি সোমবার ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৩০ পয়েন্টে। এর আগে রবিবার ৪৯ পয়েন্ট, বৃহস্পতিবার ১০ পয়েন্ট, বুধবার ৪৬ পয়েন্ট, মঙ্গলবার ১৭ পয়েন্ট ও সোমবার ২৬ পয়েন্ট কমেছে। অর্থাৎ গত ৬ কার্যদিবসের টানা পতনে সূচকটি কমেছে ১৯৮ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৬২১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৭৮ কোটি ৮২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৭ কোটি ৪৬ লাখ টাকার বা ৮.৪৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৭ টি বা ১৬.৭৯ শতাংশের। আর দর কমেছে ৩০৭ টি বা ৭৬.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৫ টি বা ৬.২৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯ টির, কমেছে ১৭০ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬০৬৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে