ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

৭৫ টাকা ইস্যু মূল্যের কোম্পানির ২ টাকা লভ্যাংশ

ইউনিক হোটেলের মুনাফার ৬০ শতাংশ এসেছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির শেয়ার বিক্রি থেকে

২০২৩ সেপ্টেম্বর ১৯ ০৯:৪৭:০৮
ইউনিক হোটেলের মুনাফার ৬০ শতাংশ এসেছে জয়েন্ট ভেঞ্চার কোম্পানির শেয়ার বিক্রি থেকে

ভালো ব্যবসা দেখিয়ে শেয়ারবাজারে উচ্চ দরে শেয়ার ইস্যু করে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট। তবে এখন সেই কোম্পানিকে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ দিতে গিয়েই হিমশিম খেতে হয়। যে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ৫৫ শতাংশ মুনাফা বেড়েছে। তবে এই মুনাফা সাময়িক। কারন মুনাফার ৬৮ শতাংশই এসেছে প্লেসমেন্ট শেয়ারে বিনিয়োগ ওজয়েন্ট ভেঞ্চার কোম্পানিরশেয়ার বিক্রি থেকে।

ইউনিক হোটেলের আগের অর্থবছরের ৩.৩৪ টাকার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় হয়েছে ৬.৪২ টাকা। এরমধ্যে হোটেলটির নিজস্ব ব্যবসা থেকে এসেছে মাত্র ২.০৬ টাকা। বাকি ৪.৩৬ টাকা বা ৬৮ শতাংশই এসেছে সাময়িক সময়ের জন্য অন্যান্য খাত থেকে। যা চলতি অর্থবছরেই নাও আসতে পারে, এমনকি নেতিবাচকও হতে পারে। যাতে হোটেলটির নিজস্ব ব্যবসায় যে পরিমাণ মুনাফা হবে, অন্যান্য খাতে লোকসানের কারনে নিট মুনাফা কমে যেতে পারে।

মুনাফায় উত্থানের কারনে হিসেবে ইউনিক হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, চার্টার্ড লাইফে আইপিও পূর্ব বিনিয়োগ ভালো ভূমিকা রেখেছে। যে কোম্পানিটিতে বিনিয়োগ করে আনরিয়েলাইজড (বিক্রি করে মুনাফা তুলে নেওয়া হয়নি) মুনাফা হয়েছে ১৫ কোটি ৪৬ লাখ টাকা। এতে করে হোটেলটির ২০২২-২৩ অর্থবছরের ওই ৬.৪২ টাকার ইপিএসের মধ্যে ০.৫৩ টাকা এসেছে।

অন্যদিকে ৬.৪২ টাকার মধ্যে ৩.৮৩ টাকায় এসেছে ইউনিক হোটেলেরজয়েন্ট ভেঞ্চার কোম্পানিইউনিক মেঘনাঘাট পাওয়ারের শেয়ার বিক্রি করে। ওই কোম্পানিটির ২.৪৫% শেয়ার বিক্রি করে নিট ১১২ কোটি ৮৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৩.৮৩ টাকা মুনাফা হয়েছে।

কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে আসে। ওইসময় প্রতিটি শেয়ার ৭৫ টাকা করে ইস্যুর মাধ্যমে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করে। এতে প্রতিটি শেয়ারে ৬৫ টাকা করে মোট ১৬৯ কোটি টাকার প্রিমিয়াম সংগ্রহ করে। কিন্তু সেই কোম্পানি সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় মাত্র ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। যা ইস্যু মূল্য বিবেচনায় ২.৬৭ শতাংশ।

ইউনিক হোটেলের সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ৬.৪২ টাকা হিসেবে ১৮৯ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ ২০ শতাংশ বা শেয়ারপ্রতি ২ টাকা হিসাবে মোট ৫৮ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ৩১ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৬৯ শতাংশ রিজার্ভে যোগ হবে।

কোম্পানিটির ব্যবসা বাড়ানোর লক্ষ্যে শেয়ারবাজার থেকে ১৯৫ কোটি টাকা সংগ্রহ করা হয়। এই টাকা দিয়ে ওয়েস্টিন-২, লা মেরিডিয়ান ও লাক্সারি কালেকশন নামের ৩টি হোটেল নির্মাণ এবং ব্যাংক ঋণ পরিশোধ করার জন্য তোলা হয়। এক্ষেত্রে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস।

উল্লেখ্য, ২৯৪ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের ইউনিক হোটেলে ১ হাজার ৫৮১ কোটি ৯৮ লাখ টাকার রিজার্ভ রয়েছে। এ কোম্পানিটির সোমবার (১৮ সেপ্টেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ৭১.২০ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে