ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে সামান্য উত্থান : কমেছে লেনদেন

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৪:৫৭:৪৮
শেয়ারবাজারে সামান্য উত্থান : কমেছে লেনদেন

সরকারের পতনের পরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। তারপরেও আস্থা ফিরছে না বিনিয়োগকারীদের মাঝে। বরং বিদ্যমান অবস্থাকে বিবেচনায় না নিয়ে নতুন কমিশনের একের পরে এক শাস্তি ও বিতর্কিত সিদ্ধান্ত অনাস্থা তৈরী করছে। এতে করে বাজারে পতন হচ্ছে। যাতে গত ১৮ আগস্ট কমিশনের পরিবর্তনের পরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক কমেছে ২৪৬ পয়েন্ট।

গত ৫ আগস্ট সরকার পতনের পরে ১০ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। এরপরে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান এবং ২৮ আগস্ট মো. আলী আকবরকে ও ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের মধ্য দিয়ে শেয়ারবাজারে ভালো হবে প্রত্যাশা করা হলেও তা হয়নি। উল্টা নতুন কমিশনের নিয়োগের দিন থেকে আজকে পর্যন্ত ডিএসইর ডিএসইএক্স কমেছে ২৪৬ পয়েন্ট।

খন্দকার মাকসুদকে বিএসইসিতে নিয়োগের দিন (১৮ আগস্ট) লেনদেনের শুরুতে ডিএসইএক্স সূচকটি ছিল ৫৯০৪ পয়েন্ট। যে সূচকটি রবিবার (২৯ সেপ্টেম্বর) ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫৮ পয়েন্টে। অর্থাৎ নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে সূচকটি কমেছে ২৪৬ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৮১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩০ কোটি ৮৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৯ কোটি ৫৪ লাখ টাকার বা ৯.৩৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৩ টি বা ৩৮.৫৪ শতাংশের। আর দর কমেছে ২০৫ টি বা ৫১.৬৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৯ টি বা ৯.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ১১৪ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫৭৬৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে