ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শেয়ারবাজার উন্নয়ন নিয়ে বিএসইসি ও আইএফসির বৈঠক অনুষ্ঠিত

২০২৪ সেপ্টেম্বর ২৯ ২১:০৬:২৩
শেয়ারবাজার উন্নয়ন নিয়ে বিএসইসি ও আইএফসির বৈঠক অনুষ্ঠিত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (IFC) এর মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দেশের শেয়ারবাজারের সংস্কার এবং পরিবর্তনের ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা হয়। এছাড়া শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য বিএসইসির কার্যক্রমের বিষয়েও সভায় আলোচনা হয়। সর্বোপরি দেশের শেয়ারবাজারকে আরো এগিয়ে নিতে আইএফসির সহযোগিতার কথা আলোচনায় গুরুত্ব পায়।

সভায় বিএসইসি'র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আইএফসির ৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

আইএফসির ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন আইএফসি সাউথ এশিয়ার আঞ্চলিক পরিচালক ইমাদ ফকহাউরি, আঞ্চলিক প্রধান রিস্ক অফিসার ভিভেক পাঠক, সিনিয়র ৪ অফিসার কাজী ফারহান জহির, ৩ ম্যানেজার উইলফ্রাইড তেমেজনন, প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট অফিসার এহসানুল আজিম।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে