ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সুদ মওকুফ পেয়ে মুনাফায় সিঅ্যান্ডএ

২০২৩ জুলাই ২৩ ১১:৫৭:২২
সুদ মওকুফ পেয়ে মুনাফায় সিঅ্যান্ডএ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইল ২০২২-২৩ অর্থবছরের ৯ মাসের (জুলাই ২২-মার্চ ২৩) ব্যবসায় মুনাফায় ফিরেছে। যার পেছনে কারন হিসেবে রয়েছে সুদ মওকুফ। অন্যথায় কোম্পানিটি লোকসানেই থাকত।

কোম্পানির তথ্য অনুযায়ি, ৯ মাসে নিট ১১ কোটি ৯ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৪৬ টাকা মুনাফা হয়েছে। যে কোম্পানিটি ওই ৯ মাসে ১৩ কোটি ৬৭ লাখ টাকার সুদ মওকুফ পেয়েছে। অন্যথায় লোকসানেই থাকত।

জানা গেছে, ২৩৯ কোটি ৩২ লাখ টাকার পরিশোধিত মূলধনের সিঅ্যান্ডএ টেক্সটাইলের গত ৩১ মার্চ নিট ৭৩ কোটি ৬৫ লাখ টাকার সম্পদ ঋণাত্মক রয়েছে। যা শেয়ারপ্রতি হিসেবে (৩.০৮) টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে