ঢাকা, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

ডিএসই’র পর্ষদের কার্যক্রম অবিলম্বে শুরুর আহবান ডিবিএ’র

২০২৪ সেপ্টেম্বর ৩০ ১৮:০৪:২১
ডিএসই’র পর্ষদের কার্যক্রম অবিলম্বে শুরুর আহবান ডিবিএ’র

অর্থ বাণিজ্য প্রতিবেদক : এক্সচেঞ্জসহ বাজার কার্যক্রমে গতি ও শৃংখলা ফিরিয়ে আনতে অবিলম্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পর্ষদের কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।

ডিবিএর পক্ষ থেকে বলা হয়, প্রাইমারী রেগুলেটর হিসেবে পুঁজিবাজারর সকল কর্মকান্ডে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর একটি বড় ভুমিকা রয়েছে। পুঁজিবাজারের অনেক গুরুত্বপূর্ণ কর্মকান্ডের উদ্যোগ ও বাস্তবায়নে ডিএসই পর্ষদ সিদ্ধান্তের প্রয়োজন হয়।

তবে গত দেড় মাস যাবৎ ডিএসইর পর্ষদ কার্যক্রম নেই। পর্ষদ কার্যক্রম না থাকার দরুন পুঁজিবাজারের অতি গুরুত্বপূর্ণ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। এর ফলে বাজারের দৈনন্দিন কার্যক্রমে ব্যঘাত সৃষ্টি হয়ে বাজারের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ব্যহত হচ্ছে। অন্যদিকে, এত দীর্ঘসময় ধরে পর্ষদ কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় বিষয়ে সময়মত সিদ্ধান্তের অভাবে বাজারের শৃংখলা বিনষ্ট হয়ে বিনিয়োগকারীসহ বাজার অংশীজনদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এত দীর্ঘসময় ধরে ডিএসই’র পর্ষদ কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বাজারের জন্য মোটেও ইতিবাচক নয়। এমতাবস্থায়, পর্ষদ সদস্যদের মধ্যে যদি ২/১ জন সদস্যের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়, সেই ক্ষেত্রে সেই সকল সদস্যদের নিয়োগ ব্যাতিরেকেই ডিএসই’র পর্ষদ কার্যক্রম অনতিবিলম্বে শুরুর আহবান জানিয়েছে ডিবিএ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে