ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৪ অক্টোবর ০১ ১৪:৪৫:৪২
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একইসাথে লেনদের পরিমাণ কমেছে।এদিন বেশিরভাগ কোম্পিানির শেয়ার দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৮৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৪ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৮৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৩ কোটি ৯০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১১৪ কোটি ৪৩ লাখ টাকার বা ২৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৫ টি বা ২৬.৪৪ শতাংশের। আর দর কমেছে ২৪৪ টি বা ৬১.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১ টির, কমেছে ১২২ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৫৫৮৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে