ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিনিয়োগকারীরা হারালো ১৩ হাজার ৫০৬ কোটি টাকা

২০২৪ অক্টোবর ০৫ ১০:১৫:৪০
বিনিয়োগকারীরা হারালো ১৩ হাজার ৫০৬ কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (২৯ সেপ্টেম্বর-০৩ অক্টোবর) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ১৩ হাজার ৫০৬ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৩৭ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬২১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭২ হাজার ১১৫ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ১৩ হাজার ৫০৬ কোটি টাকা বা ২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৩১ কোটি ৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৯৬ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৬৫ কোটি ৪৫ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭৭ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪৬৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪১ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২২১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭ টির বা ১৪.৩৯ শতাংশের, কমেছে ৩৩১ টির বা ৮৩.৫৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির বা ২.০২ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ১৪ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২১ পয়েন্ট বা ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫২৭২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫২ টির দর বেড়েছে ২৫২ টির দর কমেছে এবং ১০ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে