ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বড় বিক্ষোভের ডাক

২০২৪ অক্টোবর ০৭ ১৯:০৬:২৯
বিএসইসির সামনে বিনিয়োগকারীদের বড় বিক্ষোভের ডাক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে ধারাবাহিক দর পতনের প্রতিবাদে আগামি সোমবার (১৪ অক্টোবর) বড় বিক্ষোভের ডাক দিয়েছে বিনিয়োগকারীরা। ওইদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে অনেক বিনিয়োগকারীর জমায়েত করার ঘোষনা দিয়েছেন।

আজ (০৭ অক্টোবর) বিএসইসির সামনে বিক্ষোভকারী বিনিয়োগকারীরা এ ঘোষনা দেন।

আগামি সোমবার মতিঝিল থেকে কয়েকটি বাসে করে এবং মেট্রোরেলসহ বিভিন্নভাবে সকাল থেকে বিএসইসির সামনে বিনিয়োগকারীরা জড়ো হবেন। তাদের দাবি বিএসইসি চেয়ারম্যান অযোগ্য। তাই শেয়ারবাজারের মন্দা যাচ্ছে।

আজকে কর্মসূচি ঘোষণায় বিনিয়োগকারীরা বলেন, আজকের কর্মসূচিতে তাদের দুজনকে আলাপের জন্য ডেকে নিয়ে ভেতরে প্রায় ১ ঘন্টা বসিয়ে রাখা হয়। এরপরে একজন এসে বলে গতকাল কিছু বিনিয়োগকারীর সঙ্গে তাদের আলাপ হয়েছে। যেগুলো বিএসইসি বিবেচনায় নিয়েছে।

কিন্তু বিনিয়োগকারীদের দাবি, কালকে বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ করে কেউ বিএসইসিতে আসেননি। যারা এসেছেন, তারা ম্যানেজ হয়ে এসেছেন। তারা বিনিয়োগকারীদের প্রতিনিধি ছিলেন না।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে