ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বিএসইসির নির্দেশনা মানছে না কনফিডেন্স সিমেন্ট

২০২৪ অক্টোবর ০৯ ০৯:২৫:৪০
বিএসইসির নির্দেশনা মানছে না কনফিডেন্স সিমেন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) অবন্টিত লভ্যাংশ হস্তান্তর করেনি কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ। কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

কনফিডেন্স সিমেন্টে ৯ কোটি ৬০ লাখ টাকার অবন্টিত লভ্যাংশ রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যে ৩ বছরের বেশি সময় ধরে অবন্টিত রয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকা। কিন্তু ৩ বছরের বেশি সময় ধরে অপ্রদানকৃত অবস্থায় থাকার পরেও বিএসইসির নির্দেশনা অনুযায়ি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করেনি কোম্পানি কর্তৃপক্ষ।

অথচ বিএসইসির ২০২১ সালের ১৪ জানুয়ারি প্রকাশিত নির্দেশনায়, ৩ বছর বা তার বেশি সময় পরে থাকা অবন্টিত লভ্যাংশ সিএমএসএফে স্থানান্তরের জন্য বলা হয়েছে।

আরও পড়ুন......

বড় শাস্তির মুখে কনফিডেন্স সিমেন্ট

মাইডাস ফাইন্যান্সিংয়ের খেলাপি ঋণ ৩১৭ কোটি টাকা : সঞ্চিতি ঘাটতি ৩০ কোটি

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কনফিডেন্স সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৬ কোটি ২৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৬৬ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (০৮ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ৫৩.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর