ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শুরু বিনিয়োগকারীদের পুঁজি হারানোর আতঙ্ক 

২০২৪ অক্টোবর ১৪ ১০:০০:৪৯
শুরু বিনিয়োগকারীদের পুঁজি হারানোর আতঙ্ক 

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ রয়েছে। যা আজকে শেষ হবে। এসময় অনেকটা স্বস্তিতে সময় কাটিয়েছে বিনিয়োগকারীরা। তবে সোমবার (১৪ অক্টোবর) শেয়ারবাজার চালু হতে যাওয়ায় পুরোনো সেই আতঙ্ক আবার শুরু হতে যাচ্ছে।

খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আহাজারি। প্রতিনিয়ত পুঁজি হারাতে হারাতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক জায়গা করে নিয়েছে।

তবে সরকারি ছুটির কারনে ৪দিন সেই আতঙ্ক ছিল না। যা আগামিকাল শেয়ারবাজার খোলার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে।

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের নির্বাহী আদেশে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের ছুটিতে।

কারণ, বৃহস্পতিবারের পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ছুটি।

এরপরে সোমবার (১৪ অক্টোবর) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে