ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আবার কারাগারে

২০২৪ অক্টোবর ১৮ ১১:২৮:১৯
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম আবার কারাগারে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতের এক আদেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নজরুল ইসলামের বিরুদ্ধে ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহবাগ থানায় মামলা রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। অনেক দিন জেল খেটে তিনি জামিনে ছিলেন। ফারইস্ট লাইফ সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল নজরুল ইসলামের মামলার শুনানি ছিল। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাঁর উপস্থিতিতেই শুনানি হয়। বাদীপক্ষের আইনজীবী তাঁর জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, প্রথম ও দ্বিতীয় আসামি এম এ খালেক ও নজরুল ইসলাম বিমা কোম্পানিটির পরিচালনা পর্ষদে থাকাকালে ৮১৬ কোটি টাকার সম্পদ ও অর্থ আত্মসাৎ করেছেন।

এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা মামলা রয়েছে নজরুল ইসলাম ও কোম্পানির আরেক সাবেক চেয়ারম্যান এম এ খালেকের নামে। দুদক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিলাসবহুল বাড়ি কিনেছেন নজরুল ইসলাম। বাড়িটির ঠিকানা ১১৫২২ মানাতি বে এলএন, ওয়েলিংটন, এফএল ৩৩৪৪৯। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি বাড়িটি কেনা হয়েছিল ৭ লাখ ৫৪ হাজার ৩২৭ মার্কিন ডলার দিয়ে। বাড়ি কিনতে কোনো ঋণ নেওয়া হয়নি অর্থাৎ পুরো অর্থই একবারে পরিশোধ করা হয়। এ ছাড়া ছেলেমেয়ের নামে মো. নজরুল ইসলাম একই রাজ্যে গড়ে তুলেছেন তিনটি কোম্পানি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একসময় ভালো বিমা কোম্পানি হিসেবে পরিচিতি ছিল ফারইস্ট ইসলামী লাইফের। ফারইস্ট ইসলামী লাইফের ওপর করা এক বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উঠে আসে কোম্পানিটি থেকে ২ হাজার ৩৬৭ কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এর বাইরে অনিয়ম হয়েছে ৪৩২ কোটি টাকার। কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ কোম্পানির সাবেক সব পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হেমায়েত উল্লাহ এবং কোম্পানির কিছু শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটান।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে