ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

মুনাফার ৬৫ শতাংশ রেখে দেবে এপেক্স ফুডস

২০২৪ অক্টোবর ২০ ১০:২৫:২৮
মুনাফার ৬৫ শতাংশ রেখে দেবে এপেক্স ফুডস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডসের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৫ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাত্র ৩৫ শতাংশ দেওয়া হবে। যে কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে মুনাফা কমেছে ৩৬ শতাংশ।

এপেক্স ফুডসের ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৫.৬৬ টাকা হিসেবে ৩ কোটি ২৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২ টাকা করে মোট ১ কোটি ১৪ লাখ টাকা বা মুনাফার ৩৫% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ২ কোটি ৯ লাখ টাকা বা ৬৫% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এর আগের অর্থবছর শেয়ারপ্রতি ৮.৯১ টাকা বা নিট ৫ কোটি ৮ লাখ টাকা মুনাফার বিপরীতে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ হারে ১ কোটি ১৪ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হয়। যা ছিল মুনাফার ২২ শতাংশ।

এদিকে কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ৩৬% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৮.৯১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ৫.৬৬ টাকা।

উল্লেখ্য, ১৯৮১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এপেক্স ফুডসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫ কোটি ৭০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৯ সেপ্টেম্বর দাঁড়িয়েছে ২১৭.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে