ঢাকা, সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

সূচক নামল ৪ মাসের মধ‍্যে সর্বনিম্নে

২০২৪ অক্টোবর ২০ ১৫:০৮:৪৬
সূচক নামল ৪ মাসের মধ‍্যে সর্বনিম্নে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। এরমধ্যে রবিবার (২০ অক্টোবর ) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে।

শেয়ারবাজারের এমন পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

আজকের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২৪ সালের ১৪ জুনের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৪ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ গত ১৩ জুন সূচকটি আজকের তুলনায় কম ছিল। ওইদিন ডিএসইএক্স ছিল ৫১১৮ পয়েন্টে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৬১ পয়েন্টে।যা আগেরদিন কমেছিল ৫৮ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৩৬২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩০৬ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৫৩ লাখ টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭ টি বা ৬.৭৫ শতাংশের। আর দর কমেছে ৩৪৬ টি বা ৮৬.৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৭৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৬ টির, কমেছে ১৮১ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪৫৫০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে