ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে কুমিল্লাতেও মানববন্ধন

২০২৪ অক্টোবর ২১ ২১:১৭:৩২
শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে কুমিল্লাতেও মানববন্ধন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশ সিকিউরিটিজ অ‍্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। এরমধ্যে রবিবারের (২০ অক্টোবর ) পতনের মাধ্যমে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমেছে। এমন পতনে ঢাকার বিনিয়োগকারীদের মতো কুমিল্লাতেও মানববন্ধন শুরু করেছে বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারের অব্যাহত পতনে দিশেহারা বিনিয়োগকারীরা। যারা চোখেমূখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী শেয়ারবাজার ছাড়তে শুরু করেছেন। নিয়মিত সিকিউরিটিজ শুন্য হচ্ছে বিনিয়োগকারীদের হাজার হাজার পোর্টফোলিও।

এ কারনে কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ ও মানবন্ধন করে আসছে বিনিয়োগকারীরা। যেখানে বিএসইসি চেয়ারম্যানকে অযোগ্য দাবি এবং তার পদত্যাগ চাওয়া হচ্ছে।

এবার ঢাকার মতো কুমিল্লার বিনিয়োগকারীরা মানববন্ধন শুরু করেছে। সোমবার (২১ অক্টোবর) মানববন্ধন করেছে কুমিল্লার বিনিয়োগকারীরা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে