ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

এসকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দের স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

২০২৪ অক্টোবর ২২ ১৪:৩৫:৩৬
এসকে ট্রিমসের ব্যাংক হিসাব জব্দের স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছল। তবে উচ্চ-আদালত গত ২১ সেপ্টেম্বর ১ মাসের জন্য ব্যাংক হিসাব জব্দের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। যা আরও ২ মাস বৃদ্ধি করেছে আদালত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গত ২৫ জুন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এসকে ট্রিমসের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। এরপরে রপ্তানিমূখী, কর্মী ও বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলে অনুরোধ করলে ১০ জুলাই বাংলাদেশ ব্যাংক ফ্রিজ তুলে নেয়।

কিন্তু ১১ জুলাই দুদকের সুপারিশে মেট্রোপলিটন জাজ ও বিএফআইইউ ৯টি ব্যাংক হিসাব ফ্রিজ করে। যে আদেশের উপর ১৮ সেপ্টেম্বর স্থগিতাদেশ দেয় উচ্চ-আদালত। যা ২০ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল।

এরপরে ২১ অক্টোবর আদালত ওই স্থগিতাদেশের মেয়াদ ২ মাস বাড়িয়েছে। যা আগামি ২০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে