ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আমেরিকার নিষেধাজ্ঞার কবলে শেয়ারবাজার

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৫:৫৪:৩৬
আমেরিকার নিষেধাজ্ঞার কবলে শেয়ারবাজার

আমেরিকার নিষেধাজ্ঞার (স্যাংশন) খবরে সপ্তাহের প্রধম কার্যদিবস (২৪ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

গত ২৪ মে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে। এর চার মাসের মাথায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাদানে দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যও রয়েছেন।

এই খবর প্রকাশের পর ব্যবসায়ীদের ন্যায় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়ে। যার আলোকে রবিবার শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৫০০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৩৫ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৩৪ কোটি ৬২ লাখ টাকার বা ৩২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০টি বা ৩.৮৭ শতাংশের। আর দর কমেছে ১৪৮টি বা ৪৭.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫০টি বা ৪৮.৩৯ শতাংশের।

আজও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির ২২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা ইস্টার্ন হাউজিংয়ের ২০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৪২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ৫০টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৯৫ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ২৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে