ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

রিজার্ভ থেকে লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত

শেষ প্রান্তিকে রানার অটোর শেয়ারপ্রতি মুনাফা ৩.০৩ টাকা

২০২৪ অক্টোবর ২৬ ১০:০৭:১০
শেষ প্রান্তিকে রানার অটোর শেয়ারপ্রতি মুনাফা ৩.০৩ টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের আগের অর্থবছরের ন্যায় ২০২৩-২৪ অর্থবছরেও লোকসান হয়েছে। তবে কোম্পানিটির ওই অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন ২৪) বড় মুনাফার কারনে পুরো অর্থবছরে অনেক কম লোকসান হয়েছে। তারপরেও কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা রিজার্ভ থেকে দেওয়া হবে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৫৪ টাকা হিসেবে ৬ কোটি ১৩ লাখ টাকার নিট লোকসান হয়েছে। তবে কোম্পানিটির পর্ষদ সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ বা শেয়ারপ্রতি ১.১০ টাকা হিসাবে ৬ কোটি ২৫ লাখ টাকার এবং উদ্যোক্তা/পরিচালকদের জন্য ১ শতাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.১০ টাকা করে ৫৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মোট ৬ কোটি ৮২ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যার পুরোটাই রিজার্ভ থেকে দেওয়া হবে।

এ কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরে লোকসান হলেও ওই অর্থবছরের শেষ প্রান্তিকে বড় মুনাফা হয়েছে। যে কারনে কোম্পানিটির পুরো অর্থবছরের হিসাবে লোকসানের পরিমাণ অনেক কম হয়েছে।

দেখা গেছে, রানার অটোর ২০২৩-২৪ অর্থবছরের ৯ মাসে (জুলাই ২৩-মার্চ ২৪) শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩.৫৭ টাকা। যা ১২ মাসে বা পুরো অর্থবছর শেষে কমে এসেছে ০.৫৪ টাকায়। অর্থাৎ ৪র্থ বা শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন ২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.০৩ টাকা।

উল্লেখ্য, ১১৩ কোটি ৫৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের রানার অটোতে ৩৯৪ কোটি ৪৪ লাখ টাকার রিজার্ভ ও সারপ্লাস রয়েছে। এ কোম্পানিটির শনিবার (২৬ অক্টোবর) শেয়ার দর দাঁড়িয়েছে ২৩.৭০ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে