ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

শাস্তি পেতে যাচ্ছে

৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ‘নো’ ডিভিডেন্ড

২০২৪ অক্টোবর ২৯ ১০:২৭:৪৯
৮০ টাকা কাট-অফ প্রাইসের বসুন্ধরার ‘নো’ ডিভিডেন্ড

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আকর্ষণীয় ব্যবসায়িক পারফরমেন্স দেখিয়ে বসুন্ধরা পেপার মিলস শেয়ারবাজারে যোগ্য বিনিয়োগকারীদের কাছে প্রতিটি শেয়ার ৮০ টাকা ও সাধারন বিনিয়োগকারীদের কাছে প্রতিটি ৭২ টাকা করে ইস্যু করে। তবে শেয়ারবাজারে আসার পরে কোম্পানিটির লেনদেন পূর্ব ৬৯ কোটি টাকা মুনাফা এখন ১৯ কোটিতে নেমে এসেছে। অথচ শেয়ারবাজার থেকে অর্থায়নের মাধ্যমে কোম্পানিটির ৩০ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বসুন্ধরা পেপারের ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১.১০ টাকা হিসাবে ১৯ কোটি ১১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের আগে ২০১৭-১৮ অর্থবছরে ছিল প্রতিটি শেয়ারে ৪.৬৩ টাকা হিসাবে মোট ৬৯ কোটি ৩৬ লাখ টাকা। অর্থাৎ শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের পরে মুনাফা কমেছে ৫০ কোটি ২৫ লাখ টাকা বা ৭২ শতাংশ।

এ কোম্পানিটির শেয়ারবাজারে প্রবেশের প্রথম বছরেই ব্যবসায় বড় পতন হয়। ২০১৮-১৯ অর্থবছরের শুরুতে শেয়ারবাজারে লেনদেন আসা কোম্পানিটির ওই অর্থবছরেই মুনাফা ২৯ কোটি ১৯ লাখ টাকায় নেমে আসে।

কোম্পানিটি শেয়ারবাজারে প্রতিটি শেয়ার ৮০ টাকা করে যোগ্য বিনিয়োগকারী ও ৭২ টাকা করে সাধারন বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে ২০০ কোটি টাকা সংগ্রহ করে। এই বিনিয়োগের বিপরীতে ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডাররা কোন লভ্যাংশ পাবেন না। কারন ওই অর্থবছরের জন্য কোম্পানিটির পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

অথচ ২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদেরকে দিতে হবে। যদি ৩০ শতাংশের কম দেওয়া হয়, তাহলে রিটেইন আর্নিংসে স্থানান্তর করা পুরো অংশ বা কোম্পানিতে রেখে দেওয়া পুরোটার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করার বিধান রাখা হয়।

সরকারের ওই বিধান না মেনে, মুনাফার শতভাগ কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্তের ফলে রিটেইন আর্নিংসে রাখতে চাওয়া ১৯ কোটি ১১ লাখ টাকার উপরে ১০ শতাংশ হারে অতিরিক্ত ১ কোটি ৯১ লাখ টাকার অতিরিক্ত কর দিতে হবে বসুন্ধরা পেপারকে।

ইস্যু ম্যানেজার এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে বুক বিল্ডিংয়ে শেয়ারবাজারে আসে বসুন্ধরা পেপার। কোম্পানিটি শেয়ারবাজারের আসার শুরুতেই কাট-অফ প্রাইস অতিমূল্যায়িত হওয়া নিয়ে বিতর্কের মুখে পড়ে। এক্ষেত্রে অবশ্য ইস্যু ম্যানেজার ও কিছু যোগ্য বিনিয়োগকারীর সক্রিয় ও কৃত্রিম সহযোগিতার অভিযোগ আছে। যে শেয়ারটি এখন ইস্যু মূল্যের নিচে অবস্থান করছে।

সোমবার (২৮ অক্টোবর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটিতে ক্যাপিটাল গেইনের পরিবর্তে বিনিয়োগ এখন লোকসানে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে