ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

শেয়ারবাজারে স্বস্তির উত্থান

২০২৪ অক্টোবর ২৯ ১৫:১২:০৫
শেয়ারবাজারে স্বস্তির উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫০১৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৫৭ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০ কোটি ৬৬ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১২ টি বা ৭৯.১৮ শতাংশের। আর দর কমেছে ৫৭ টি বা ১৪.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৫ টি বা ৬.৩৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২ টির, কমেছে ৫৬ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪০১৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে