ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গেইনারের শীর্ষে ৩ বছরের জন্য ‘নো’ ডিভিডেন্ড দেওয়া মিরাকল

২০২৩ সেপ্টেম্বর ২৬ ১৬:১৪:৫৫
গেইনারের শীর্ষে ৩ বছরের জন্য ‘নো’ ডিভিডেন্ড দেওয়া মিরাকল

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে গত ৩ বছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া মিরাকল ইন্ডাস্ট্রিজ। যে কোম্পানিটির ওই সময়ে পরিশোধিত মূলধনের কাছাকাছি লোকসান হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সর্বোচ্চ দর বেড়েছে গত ৩ অর্থবছরের ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে শেয়ারপ্রতি (৮.১২) টাকা লোকসান করা মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ১০.৭৪ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গত ৩ অর্থবছরে (২০২০-২১ থেকে ২০২২-২৩) ৩৫ কোটি ২২ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ২৮ কোটি ৬০ লাখ টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩.৬২ টাকা করে মোট ১২ কোটি ৭৪ লাখ টাকার লোকসান হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এমবি ফার্মার ৭.৫০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬.০১ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৪.৭৫ শতাংশ, লীগ্যাছি ফুটওয়্যারের ৪.৫০ শতাংশ, প্রভাতি ইন্স্যুরেন্সের ৪.১৯ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.১৬ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৪.১৪ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৩.৬৩ শতাংশ ও সী পার্লের ২.৯৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে