ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে কেকেআর, বাকিরা কত জনকে নিতে পারবে?

২০২৪ নভেম্বর ০২ ০৮:৫৯:৫১
১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবে কেকেআর, বাকিরা কত জনকে নিতে পারবে?

অর্থ বাণিজ্য ডেস্ক : আইপিএলের দলগুলি জানিয়ে দিয়েছে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখছে তারা। সবচেয়ে বেশি ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। ভারতীয় এবং বিদেশি মিলিয়ে মোট ২৫ ক্রিকেটারকে দলে নিতে পারে দলগুলি। ১০টি দল মিলিয়ে মোট ৪৬ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। নিলামে দল পেতে পারেন সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার। সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন আইপিএলের নিলামে।

কলকাতা নাইট রাইডার্স : সর্বোচ্চ ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। ছ’জনের মধ্যে রয়েছেন দুই বিদেশি ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন। নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকছে শাহরুখ খানের দলের সামনে। সেই ১৯ জনের মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে ছ’জন।

পাঞ্জাব কিংস : আইপিএলের ১০টি দলের মধ্যে নিলামে সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পঞ্জাব কিংসের। শুধু দু’জন ভারতীয় ক্রিকেটারকে ধরে রেখেছে তারা। নিলাম থেকে আট জন বিদেশি-সহ ২৩ জন ক্রিকেটারকে দলে নিতে পারবেন প্রীতি জিন্‌তারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : নিলামে দ্বিতীয় সর্বোচ্চ ২২ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে বেঙ্গালুরুর। কারণ তিন জন ভারতীয় ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ। ফলে সর্বোচ্চ আট জন বিদেশি ক্রিকেটারকেই নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, আরও ১৪ জন ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ রয়েছে আরসিবি কর্তৃপক্ষের।

দিল্লি ক্যাপিটালস : আইপিএলের নিলাম থেকে ২১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে দিল্লি। তারা এক জন বিদেশি-সহ চার জন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিয়েছে। নিলামে দিল্লি কর্তৃপক্ষ সর্বোচ্চ আরও সাত জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ারও সুযোগ পাবেন। ভারতীয় ক্রিকেটার নিতে পারবেন ১৩ জন।

চেন্নাই সুপার কিংস : এক জন বিদেশি-সহ পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে চেন্নাই। নিলামে আরও ২০ জন ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে সিএসকের কাছে। সর্বোচ্চ সাত জন বিদেশি ক্রিকেটারকে নিলাম থেকে নিতে পারবেন চেন্নাই কর্তৃপক্ষ।

গুজরাট টাইটান্স : চেন্নাইয়ের মতো গুজরাটও এক জন বিদেশি-সহ পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। ফলে গুজরাট কর্তৃপক্ষও নিলামে সর্বোচ্চ ২০ জন ক্রিকেটারকে নিতে পারবেন। আরও সাত জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন তাঁরা।

লখনউ সুপার জায়ান্টস : চেন্নাই এবং গুজরাতের মতো লখনউও এক জন বিদেশি-সহ পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। সঞ্জীব গোয়েন্‌কার দলের সামনেও তাই হিসাব একই রকম। লখনউ কর্তৃপক্ষ আইপিএলের নিলামে সাত জন বিদেশি-সব মোট ২০ জন ক্রিকেটারকে নিতে পারবেন।

মুম্বাই ইন্ডিয়ান্স : মুম্বাই কর্তৃপক্ষও পাঁচ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাঁরা সকলেই ভারতীয় ক্রিকেটার। তাই নিলাম থেকে সর্বোচ্চ আট জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ারই সুযোগ রয়েছে মুম্বই কর্তৃপক্ষের সামনে। সব মিলিয়ে ২০ জন ক্রিকেটারকে নিলাম থেকে কিনতে পারবে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা।

সানরাইজার্স হায়দরাবাদ : হায়দরাবাদ কর্তৃপক্ষও আগামী তিন মরসুমের জন্য পাঁচ জন ক্রিকেটারকে রেখে দিয়েছেন। তাঁদের মধ্যে দু’জন ভারতীয় এবং তিন জন বিদেশি ক্রিকেটার। ফলে নিলামে সর্বোচ্চ পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন কাব্য মারানেরা। সব মিলিয়ে আরও ২০ জন ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে হায়দরাবাদ কর্তৃপক্ষের সামনে।

রাজস্থান রয়্যালস : কেকেআরের মতো রাজস্থানও ছ’জন ক্রিকেটারকে রেখে দিয়েছে। তাঁদের পাঁচ জন ভারতীয় এবং এক জন বিদেশি। রাজস্থান কর্তৃপক্ষ নিলামে আরও ১৯ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। তবে সাত জনের বেশি বিদেশি ক্রিকেটারকে নিতে পারবেন না তাঁরা।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে