ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তিন কার্যদিবস পর ডিএসইতে পতন

২০২৪ নভেম্বর ০৩ ১৫:৩৮:০৪
তিন কার্যদিবস পর ডিএসইতে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : তিন কার্যদিবস ৩০১ পয়েন্ট বৃদ্ধির পর রবিবার (০৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫১৯১ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৩৫ পয়েন্ট, বুধবার ১৪৮ পয়েন্ট ও মঙ্গলবার ১১৮ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৪১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৫৬ কোটি ৩১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪২ কোটি ৯৫ লাখ টাকার বা ২৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৮ টি বা ৪৪.৭২ শতাংশের। আর দর কমেছে ১৮১ টি বা ৪৫.৪৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৯ টি বা ৯.৮০ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে