ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন বিএসইসি চেয়ারম্যান

২০২৪ নভেম্বর ০৪ ২২:৪৬:০৭
সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন বিএসইসি চেয়ারম্যান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।

কমিশনের চেয়ারম্যান পদে যতদিন থাকবেন, ততদিন তাকে এই পদমর্যাদা দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, খন্দকার রাশেদ মাকসুদকে বিএসইসির চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হলো।

এর আগে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম সিনিয়র সচিবের পদমর্যাদা দেয়া হয়। এরপর অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকেও একই পদমর্যাদা দেওয়া হয়।

খন্দকার রাশেদ মাকসুদকে গত ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পান।

এ বিষয়ে বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, চেয়ারম্যান মহোদয় সিনিয়র সচিব পদমর্যাদা পাওয়ায় আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আশা করি চেয়ারম্যানের যোগ্য নেতৃত্বে শেয়ারবাজার এগিয়ে যাবে। সেলক্ষ্যে বর্তমান কমিশন সংস্কারের কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আমরা শেয়ারবাজারকে অনেক দূর এগিয়ে নিতে চাই। যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ থাকবে বেশি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে