ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মাসিউটিক্যালস

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৩:৫০:২৮
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মাসিউটিক্যালস

গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের এমবি ফার্মাসিউটিক্যালস।

গত সপ্তাহে শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। এ চার কার্যদিবসে এমবি ফার্মাসিউটিক্যালসের শেয়ার দাম বেড়েছে ১৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৯৪.৬০ টাকা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ২২ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৭৭০.১০ টাকায়, যা আগের সপ্তাহের শেষে ছিল ৬৭৫.৫০ টাকা।

এমবি ফার্মাসিউটিক্যালসের পর বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল ড্যাফোডিল কম্পিউটারস। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১১ দশমিক ৮৫ শতাংশ। ১০ দশমিক ২০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, এরামিট লিমিটেডের ৬ শতাংশ, এপেক্স ফুডসের ৫ দশমিক ৬৭ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬১ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৪৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৪ দশমিক ৫৯ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪ দশমিক শূন্য ৭ শতাংশ দাম বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে