ঢাকা, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাস : ২য় দিনে শেয়ারবাজারে বড় উত্থান

২০২৪ নভেম্বর ০৫ ১৪:৩৫:১৯
ক্যাপিটাল গেইন ট্যাক্স হ্রাস : ২য় দিনে শেয়ারবাজারে বড় উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার (ক্যাপিটাল গেইন) ওপর করের হার কমানোর খবরে সোমবার (০৪ নভেম্বর) দেশের ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়। তবে মঙ্গলবার বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেও বড় উন্নতি হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড থেকে মূলধনী মুনাফার ওপর করের হার কমিয়ে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেন থেকে ৫০ লাখ টাকার বেশি মূলধনি মুনাফা হলে তার ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে। আগে এই কর হার ছিলো ৩০ শতাংশ।

এনবিআর এর ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানোর খবর প্রকাশের পরে সোমবার শেয়ারবাজার ঘুরে দাঁড়ায়। যে খবর প্রকাশের আগে শেয়ারবাজার পতনে ছিল।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬৫ পয়েন্টে। যা আগেরদিন ৬২ পয়েন্ট বেড়েছিল।

এদিন ডিএসইতে ৮৩৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬৫ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৭৪ কোটি ৪৬ লাখ টাকার বা ৪৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩০৪ টি বা ৭৬.১৯ শতাংশের। আর দর কমেছে ৬৫ টি বা ১৬.২৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩০ টি বা ৭.৫২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯২ টির, কমেছে ৩২ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৮০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে