ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সর্বোচ্চ ইপিএস পূবালি ব্যাংকের

৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে

২০২৪ নভেম্বর ০৬ ০৯:৩৯:৫৪
৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : আগের বছরের একইসময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে বা ৩টি প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর ২৪) ব্যবসায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫১ শতাংশ ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। এ সময় ওয়ান ব্যাংকের ইপিএস দেড়শ শতাংশের বেশি বেড়েছে। অপরদিকে ইপিএসে পতনে সবার উপরে রয়েছে এক্সিম ব্যাংক।

ব্যাংকগুলোর ৯ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে চলতি বছরের ৯ মাসের ব্যবসায় ৩৫টির আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩য় প্রান্তিকের আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি।

আর্থিক হিসাব প্রকাশ করা ৩৫টি ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২৪ সালের ৯ মাসে ১৮টি বা ৫১.৪৩ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে। আর ১৪টি বা ৪০ শতাংশ ব্যাংকের ইপিএস কমেছে। এছাড়া ২টি বা ৫.৭১ শতাংশ ব্যাংকের আগের বছরের থেকে লোকসান বেড়েছে ও ১টি বা ২.৮৬ শতাংশ ব্যাংকের মুনাফা থেকে লোকসান হয়েছে।

আলোচিত সময়ে সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে ওয়ান ব্যাংকের। ব্যাংকটির ১৬২ শতাংশ ইপিএস বেড়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ শতাংশ বেড়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। আর ৬৬ শতাংশ বেড়ে ৩য় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।

এদিকে সবচেয়ে বেশি ইপিএস হয়েছে পূবালি ব্যাংকের। আগের বছরের থেকে ৪৩ শতাংশ বেড়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৭.৫৮ টাকা। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ৪.৯২ টাকা ইপিএস হয়েছে ব্র্যাক ব্যাংকের। আর ৪.৬৯ টাকা ইপিএস নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক।

নিম্নে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

২০২৪ সালের ৯ মাসে সবচেয়ে বেশি হারে ইপিএস কমেছে ইউনিয়ন ব্যাংকের। আগের বছরের তুলনায় ব্যাংকটির ইপিএস কমেছে ৯০% শতাংশ। এরপরে ৮৩ শতাংশ কমে দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। আর ৬৫ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক।

নিম্নে ইপিএস হ্রাস পাওয়া ব্যাংকগুলোর আর্থিক অবস্থা তুলে ধরা হল-

আগের বছরের ন্যায় চলতি বছরের ৯ মাসেও আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে। এছাড়া আগের বছরের তুলনায় লোকসানের পরিমাণ বেড়েছে। আর এক্সিম ব্যাংক মুনাফা থেকে লোকসানে নেমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে