ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন

২০২৪ নভেম্বর ১০ ১৫:৩৫:১৫
শেয়ারবাজারে টানা ৩ কার্যদিবস পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহারে শেয়ারবাজারে আশার আলো দেখা দেয়। তবে সেটা স্থায়ীত্ব হয়নি। যে কারনে শেষ ৩ কার্যদিবস শেয়ারবাজারে পতন হয়েছে। এরমধ্যে সর্বশেষ রবিবার (১০ নভেম্বর) মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে কিছুটা লেনদেন বেড়েছে।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৬৬ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৩১ পয়েন্ট ও বুধবার ১৮ পয়েন্ট কমেছিল।

এদিন ডিএসইতে ৫৫৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪১ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৮ কোটি ১২ লাখ টাকার বা ৩ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩ টি বা ১৫.৯৯ শতাংশের। আর দর কমেছে ২৯২ টি বা ৭৪.১১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৯ টি বা ৯.৯০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭ টির, কমেছে ১৪০ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৯৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে