ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

৯ কোম্পানিকে লভ্যাংশ বিতরণে সময়সীমা বেঁধে দিল বিএসইসি, নয়তো জরিমানা

২০২৪ নভেম্বর ১০ ২০:৩৪:১৮
৯ কোম্পানিকে লভ্যাংশ বিতরণে সময়সীমা বেঁধে দিল বিএসইসি, নয়তো জরিমানা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার (১০ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৯ কোম্পানির মধ্যে রয়েছে- সাফকো স্পিনিং, প্যাসিফিক ডেনিমস, লুব-রেফ বাংলাদেশ, ওরিজা এগ্রো, মামুন এগ্রো, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিধি মোতাবেক বিতরণ না করলে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রত্যেক পরিচালককে ব্যক্তিগতভাবে জরিমানা দিতে হবে। এই জরিমানার পরিমাণ ১০ লাখ থেকে ২ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে