ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

পেপার প্রসেসিংয়ের মুনাফায় ধস, কমল লভ্যাংশ

২০২৪ নভেম্বর ১১ ০৯:৩৭:৪৯
পেপার প্রসেসিংয়ের মুনাফায় ধস, কমল লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ৪৬ শতাংশ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে। যে কারনে কোম্পানিটির পর্ষদ আগের অর্থবছরের ২০ শতাংশ লভ্যাংশ এবার কমিয়ে ১৪ শতাংশে নামিয়ে এনেছে। অথচ কোম্পানিটির যে মুনাফা হয়েছে, তাতে করে ২৫ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়া যেতো। তা না করে মুনাফার ৪৫ শতাংশ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেখা গেছে, পেপার প্রসেসিংয়ের আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে ৪৬% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের অর্থবছরের ৪.৭১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে কমে হয়েছে ২.৫২ টাকা।

মুনাফায় এই ধসে কোম্পানিটির লভ্যাংশেও বড় পতন হয়েছে। আগের অর্থবছরের ব্যবসায় ২০ শতাংশ (১২% নগদ ও ৮% বোনাস) লভ্যাংশ দেওয়ার কোম্পানিটির পর্ষদ এবার ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরও পড়ুন....

মনোস্পুলের ব্যবসায় আরও বেশি ধস

পেপার প্রসেসিংয়ের ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ২.৫২ টাকা হিসাবে ৭ কোটি ৪৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১৪ শতাংশ বা শেয়ারপ্রতি ১.৪০ টাকা হিসেবে মোট ৪ কোটি ১৪ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ৫৫.৫০ শতাংশ। মুনাফার বাকি ৩ কোটি ৩২ লাখ টাকা বা ৪৪.৫০ শতাংশ সংরক্ষিত মুনাফায় (রিটেইন আর্নিংস) রাখা হবে।

উল্লেখ্য পেপার প্রসেসিংয়ের বর্তমানে ২৯ কোটি ৬০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৪৮.৮০ শতাংশ। রবিবার (১০ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১১৭.৪০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে