ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শেয়ারবাজারে উত্থান

২০২৪ নভেম্বর ১১ ১৫:১৮:৩৭
শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (১১ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩৩ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৫৯ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৬ কোটি ৯০ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৮ টি বা ৫০.১২ শতাংশের। আর দর কমেছে ১৩৩ টি বা ৩৩.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩ টির, কমেছে ৮৮ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৪২পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে