ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সের নিয়ন্ত্রণে ইউনাইটেড গ্রুপ

২০২৪ নভেম্বর ১২ ০৯:২২:০৪
ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সের নিয়ন্ত্রণে ইউনাইটেড গ্রুপ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সের মালিকানায় যুক্ত হচ্ছে ইউনাইটেড গ্রুপের মালিকেরা। এরই মধ্যে কোম্পানি দুটির উদ্যোক্তা-পরিচালকদের মালিকানার অংশ কিনে নিয়েছেন তাঁরা।

ইউনাইটেড ফাইন্যান্স ও ইউনাইটেড ইনস্যুরেন্সের উদ্যোক্তা ছিল বিদেশি ডানকান ব্রাদার্স ও তাদের সহযোগী প্রতিষ্ঠান। এখন এই উদ্যোক্তাদের শেয়ারের বড় অংশ কিনে নিয়েছে ইউনাইটেড গ্রুপের তিন মালিক পরিবারের সদস্যরা। শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় মালিকানা বদলের বিষয়টি কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে ডানকান ব্রাদার্স ও তার সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোম্পানি দুটির শেয়ার বিক্রির কথা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।

জানা যায়, ইউনাইটেড ফাইন্যান্সের প্রায় ৩৫ শতাংশ এবং ইউনাইটেড ইনস্যুরেন্সের সোয়া ৫৩ শতাংশ শেয়ার কিনেছেন ইউনাইটেড গ্রুপের অন্যতম মালিক হাসান মাহমুদ রাজা, আকতার মাহমুদ এবং কে এম এ শামীম পরিবারের সদস্যরা। এই দুই কোম্পানিতে তাঁরা প্রায় পৌনে দুই শ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার কিনতে প্রায় ৯০ কোটি টাকা এবং ইউনাইটেড ইনস্যুরেন্সের শেয়ার কিনতে বিনিয়োগ করা হয়েছে ৮৪ কোটি টাকা।

পর্যালোচনায় দেখা যায়, ইউনাইটেড ফাইন্যান্সের বিদ্যমান উদ্যোক্তাদের কাছ থেকে ৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার ৮৭৭টি শেয়ার কিনে নিচ্ছেন ইউনাইটেড গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট ১০ ব্যক্তি। তাঁরা হলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, গ্রুপ–সংশ্লিষ্ট নিজামউদ্দিন হাসান রশিদ, মেহেনুর সুলতানা রশিদ, নাজমুল হাসান, সরফুদ্দিন আকতার রশিদ, আকতার মাহমুদ, কুতুবউদ্দিন আকতার রশিদ, খন্দকার মঈনুল আহসান, খন্দকার জায়েদ আহসান ও খন্দকার জাহিন আহসান।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে