ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

মুনাফা ৫৪২ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ১৮৪ কোটি

২০২৪ নভেম্বর ১২ ১০:০৪:০৪
মুনাফা ৫৪২ কোটি টাকা : শেয়ারহোল্ডারদের দেবে ১৮৪ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৩৫৮ কোটি টাকা বা ৬৬ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর শেয়ারহোল্ডারদের দেওয়া হবে ১৮৪ কোটি টাকা বা ৩৪ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা পেট্রোলিয়ামের ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৫০.১১ টাকা হিসেবে ৫৪২ কোটি ২৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৭০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১৭ টাকা করে মোট ১৮৩ কোটি ৯৭ লাখ টাকা বা মুনাফার ৩৩.৯৩% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৩৫৮ কোটি ৩০ লাখ টাকা বা ৬৬.০৭ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

এর আগের অর্থবছরে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারপ্রতি ৪০.৮৬ টাকা করে নিট ৪৪২ কোটি ১৪ লাখ টাকার মুনাফা হয়েছিল। ওই অর্থবছরের জন্য ১৬০ শতাংশ হারে ১৭৩ কোটি ১৫ লাখ টাকার লভ্যাংশ দেওয়া হয়েছিল। যা ছিল মুনাফার ৩৯.১৬ শতাংশ।

এ কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ সালে ২৩% মুনাফা বেড়েছে। কোম্পানিটির আগের অর্থবছরের ৪০.৮৬ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩-২৪ অর্থবছরে হয়েছে ৫০.১১ টাকা। যার উপর ভিত্তি করে আগের বছরের ১৬০ শতাংশ লভ্যাংশ ২০২৩-২৪ অর্থবছরে বাড়িয়ে ১৭০ শতাংশ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেট্রোলিয়ামের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০৮ কোটি ২২ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১১ নভেম্বর দাঁড়িয়েছে ২১৭.৮০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে