ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শেয়ারবাজারে পতন

২০২৪ নভেম্বর ১২ ১৫:১২:২০
শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (১২ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদের পরিমাণ কমেছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৯৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬৮ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১ কোটি ৯ লাখ টাকার বা ০.১৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৬ টি বা ৩৪ শতাংশের। আর দর কমেছে ২১৬ টি বা ৫৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৮ টি বা ১২ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৩ টির, কমেছে ১০৭ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৮০৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে