ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডিএসইতে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

২০২৪ নভেম্বর ১৩ ১৫:১০:১৫
ডিএসইতে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : বুধবার (১৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে লেনদেন কমেছে ঊভয় শেয়ারবাজারে। এছাড়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩১৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৭৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৯৭ কোটি ৭৯ লাখ টাকার বা ১৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫২ টি বা ৩৪.৫৮ শতাংশের। আর দর কমেছে ১৭৫ টি বা ৪৪.৪২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৭ টি বা ১৭.০১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯৪ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৮১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে